LifeHacks

গরিব হল তারা, যাদের সব কিছু খুব বেশি বেশি দরকার। কারণ, যাদের সবকিছু খুব বেশি বেশি লাগে, তারা কখনোই জীবনের প্রতি সন্তুষ্ট হয় না। আই অ্যাম ফ্রুগাল, নট পুয়োর। আমি স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই আর আমি সেভাবেই বেঁচে আছি। লিভিং ফ্রুগালি ইজ এ ফিলোসফি অব লাইফ, বাট আই অ্যাম নট পুয়োর।” -হোসে মুহিকা ( উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট)।

আপনি, নিজেকে 'বাঁচাতে' এই নয়টি আইন মেনে চলুন।

 আপনি, নিজেকে 'বাঁচাতে' এই নয়টি আইন মেনে চলুন-

১. ঝুলন্ত কোন বস্তুর নিচে দাঁড়িয়ে থাকা বা চলাচল করবেন না।



২. চলমান কোন গাড়ির আশে পাশে দাঁড়িয়ে থাকা বা সামনে দিয়ে চলাচল করবেন না।

৩. কোন গর্ত বা ড্রেনের ভেতর কাজ করলে পর্যাপ্ত সাপোর্ট আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করা দরকার।



৪. মাটি থেকে দুই ফুট উপরে অথবা সমতল ভূমি থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে এরকম জায়গায় কাজ করলে অবশ্যই ফুল বডি হারনেস ব্যবহার করতে হবে।

৫. আলো-বাতাস প্রবেশ করতে পারে না ঐরকম কোন বদ্ধ জায়গায় কাজ করলে অবশ্যই অক্সিজেনের লেভেল পরীক্ষা করতে হবে এবং অবশ্যই অন্য একজনকে উপরে দাঁড় করিয়ে রাখতে হবে যাতে কোনো বিপদ হলে সে আপনাকে সাহায্য করতে পারে।



৬. বৈদ্যুতিক কোন কাজ করলে অবশ্যই LOTO নীতি মানতে হবে। কাজ শুরুর আগে অবশ্যই মেন সুইচ অফ করে নিতে হবে এবং লক করে দিতে হবে যাতে আপনি ব্যতীত অন্য কেউ সুইচ অন করতে না পারে।



৭.গ্যাস কাটিং অথবা ইলেকট্রিক ওয়েল্ডিং কাজ করার সময় অবশ্যই আশেপাশে আগুন ধরিয়ে দিতে সাহায্য করে এই জাতীয় কোন ময়লা আবর্জনা বা কাগজ রাখা যাবে না।

৮.মদ পান করে গাড়ি চালানো যাবে না।

৯. গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা বা কোন ধরনের কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করা যাবে না।



নয়টি জীবন বাঁচানোর নীতি আপনারা যত পারেন শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং সবাইকে সতর্ক করে দিন।

কোন মন্তব্য নেই

if you have any doubt pls sms.

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.