LifeHacks

গরিব হল তারা, যাদের সব কিছু খুব বেশি বেশি দরকার। কারণ, যাদের সবকিছু খুব বেশি বেশি লাগে, তারা কখনোই জীবনের প্রতি সন্তুষ্ট হয় না। আই অ্যাম ফ্রুগাল, নট পুয়োর। আমি স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই আর আমি সেভাবেই বেঁচে আছি। লিভিং ফ্রুগালি ইজ এ ফিলোসফি অব লাইফ, বাট আই অ্যাম নট পুয়োর।” -হোসে মুহিকা ( উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট)।

ধূমপানমুক্ত বাংলাদেশ গড়া।

 সিঙ্গাপুরে -একটি সিগারেটের দাম ১ ডলার তারমানে ৬২টাকা ।

১০ টি ইটের সমান দাম। হিসাবটা, যারা সিঙ্গাপুরে কাজ করছে বর্তমান তাদের জন্য। আর,

বাংলাদেশে -১টি সিগারেটের দাম দিয়ে ১টি ইট কেনা যায়। যারা দৈনিক ১ প্যাকেট = ২০টি সিগারেট টানেন

তারা মাসে ২০x৩০ = ৬০০টি

বছরে ১২x৬০০= ৭২০০টি পাঁচ বছরে ৫x৭২০০=৩৬০০০টি

তার মানে ৫ বছরে ৩৬০০০ ইট কিনতে পারবেন অর্থাৎ একটি ছােটখাটো একতলা বিল্ডিং এর

মালিক হতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার বিল্ডিং বানাবেন নাকি ফুসফুসে ক্যান্সার বানাবেন?


বর্তমানে সিগারেট এর দাম যে হারে বাড়ছে, বাড়ি বানানাের পর ১টি বাইক ও কিনতে পারবেন।

 আমার আসল উদ্দেশ্য ধূমপানমুক্ত বাংলাদেশ গড়া।সিদ্ধান্ত আপনার।


মোহাম্মদ নূরুল ইসলাম

 সিংগাপুর থেকে-


কোন মন্তব্য নেই

if you have any doubt pls sms.

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.