LifeHacks

গরিব হল তারা, যাদের সব কিছু খুব বেশি বেশি দরকার। কারণ, যাদের সবকিছু খুব বেশি বেশি লাগে, তারা কখনোই জীবনের প্রতি সন্তুষ্ট হয় না। আই অ্যাম ফ্রুগাল, নট পুয়োর। আমি স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই আর আমি সেভাবেই বেঁচে আছি। লিভিং ফ্রুগালি ইজ এ ফিলোসফি অব লাইফ, বাট আই অ্যাম নট পুয়োর।” -হোসে মুহিকা ( উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট)।

নিজেকে বদলাও- সফলতা আসবে!

নিজেকে বদলাতে হবে আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করে এগিয়ে যেতে হবে।

চার দিকে শুধু পরামর্শ আর উপদেশ। ইউটিউব চ্যানেল মোটিভেশন, ফেসবুক পোস্ট, ওয়েব সাইট,ওইটা কর, এইটা করো না। উপদেশ দেওয়ার লোকেরা আপনার চার দিকে।পরামর্শ প্রবণ গোটা জাতি।



নতুন কিছু করার উদ্যোগ নিয়েছে তাদের জন্য কিছু বলছি।অত ভাবনার কিছু নেই।। যা খুশি করো।

তু্রস্কের পেসিডেন্ট এরদোয়ান শহরে রুহ আফজা ফ্লেভারের শরবত বিক্রি করতেন না?

👉ভারতের নরেন্দ্র মোদি রেল স্টেশনে চা বিক্রি করতেন না?

👉আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বিক্রি করতেন বাদাম না?

যাদের তুমি শরম পাচ্ছ, আর দশ বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবে হয়তোবা।

তারা তোমার কোন উপকারেই আসেনি আসবেওনা ।


লোহার জাহাজ পানিতে ভাসানো হবে জেনে এলাকার লোকজন (সম্ভবত যে সি পেরিয়ারকে) ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল

অথচ, সেটাই হয়ে গেল সভ্যতার বিশাল আবিস্কার।


যারা হাসে, তারা নেংটি ইঁদুরের মত আজীবনই হাসবে।

তাদের ধারণা একটাই, ধুর এর দিয়ে কিচ্ছু হবে না।।


নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও।। স্বপ্ন টাকে জিইয়ে রাখো।।

অনেকে পাগল ডাকবে।। আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হলেই ভালো।। 

সারা জীবন ফার্স্ট হয়ে যাওয়া ছেলেটাকে SSC ক্লাসে ফেল করতে দেখেছি।। ব্যাক বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের এমডি হতে দেখেছি।।💪


কথায় আছে না,, জুতা সেলাই থেকে চন্ডীপাঠ।। ছোট-বড় যেকোনো কাজ আজই শুরু করে দাও,, শরম পাওয়া ছেলেটার চাইতে, দশ বছর এগিয়ে থাকবে তুমি💥


পড়ালেখা করতে করতে আতেঁল হয়ে যাবার পক্ষে আমি না।।

এক্সট্রা অর্ডিনারী ব্রেন থাকলে এই পোস্ট তোমার জন্যে না।। 

এভারেজ মেধার তরুণদের নিয়ে কথা হচ্ছে৷।


এভারেজ মেধাবীরা কেডিএস, কে এসআরএম, ওয়েল গ্রুপের মালিক হতে পেরেছে।। 😀

টপার মেধাবীরা সেখানে চাকরি করছে।।


এসো তারুণ্যে জাগি, আগামীর পৃথিবীটা তোমার জন্যে অপেক্ষা করছে, সফলতা তোমাকেই হাতছানি দিয়ে ডাকছে ।।


তাই যারা সফলতা না পেয়ে পিছিয়ে যাচ্ছো, হতাশ হয়ে পড়ছো, তারা একবার ভেবে দেখো,🤭

যারা সফল হয়েছেন, তাদের সফলতার পিছনে কতগুলো ব্যর্থটার গল্প আছে।। 


তাই নেলসন ম্যান্ডেলা বলেছেন যে, " আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থটা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি, তা দিয়ে আমাকে বিচার করো 🤔


আর এরিস্টটল বলেছেন যে, " ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই"  


তাই আবারো বলছি, কাজ করলে গা ভেঙ্গে যায়না।।

যাদের লজ্জার ভয়ে তুমি এসব কাজ ছোট করে দেখছো, তারা তোমাকে খাওয়ায় ও না পরায় ও না👈


খালি পরামর্শ আর উপদেশ।। এইটা করো না, ওইটা করো না।। 

পরামর্শ প্রবণ গোটা জাতি।


আশা করি সবাই বুঝতে পেরেছেন।। 

কোনো ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

পাশে থাকবেন, মনে রাখবেন,সাহস দিবেন।

কোন মন্তব্য নেই

if you have any doubt pls sms.

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.