ব্যাংক এশিয়া এর অনুমোদিত সেবাসমূহঃ
প্রান্তিক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এটুআই এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে।
ইতিমধ্যে এজেন্ট ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। মূলত এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে উদ্যোক্তারা ব্যাংকের পক্ষে গ্রাহকের একাউন্ট খোলার আবেদন সংগ্রহ, বিভিন্ন ধরণের আমানত সংগ্রহ, পল্লী বিদ্যুৎ বিল গ্রহণ, বিভিন্ন ফি আদায়, রেমিটেন্স সেবাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করতে পারছে। আর এরই ধারাবাহিকতায় ০৮ নং দপ্তিয়ার ইউনিয়নের পূর্ব বাজার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সেবা চালু রয়েছে।
সপ্তাহে ০৬ দিন অর্থ্যাৎ শনি-বৃহষ্পতি বার সকাল ১০ টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত ব্যাংকিং সকল সেবা প্রদান করা হয়।ব্যাংক এশিয়ার সেবা সমুহ
এজেন্ট ব্যাংকিং “ব্যাংক এশিয়া”
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর অনুমোদিত সেবাসমূহঃ
০১। নগদ টাকা জমাদান (Deposit)।
০২। নগদ টাকা উত্তোলন (Withdraw)।
০৩। বিদেশ থেকে প্রেরিত অর্থ প্রদান (Foregin Remittance)।
০৪। নতুন একাউন্ট খোলার জন্য গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ।
০৫। ঋনের কিস্তি পরিশোধ।
০৬। বিল (Utillity) বিল গ্রহন।
০৭। বেতন/ভাতা প্রদান।
০৮। তহবিল স্হানান্তর (Fund Transfer)
০৯। EFTN এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংক হিসাবে) ২৪ ঘন্টার মধ্যে
১০। RTGS এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংক হিসাবে) ১ ঘন্টার মধ্যে
১১। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ঋণ আবেদনের জন্য পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহন।
১২। ক্লিয়ারিং চেক গ্রহন।
১৩। মেয়াদী সঞ্চয়ী হিসাব (TDS)
১৪। ডিপোজিট
১৫। কৃষি ঋণ প্রদান।
১৬। এসএমই ঋণ প্রদান।
১৭। ক্ষুদ্র ও মাঝারী ঋণ প্রদান।
১৮।পাসপোর্ট ফি গ্রহণ।
১৯। পবিত্র হজ্জের টাকা জমা নেওয়া হয়।

এজেন্টঃ সহযোগি®
মোহাম্মদ নূরুল ইসলাম
উদ্যোক্তা পরিচালক
০৮ নং দপ্তিয়র ইউনিয়ন (পূর্ব বাজার)
নাগরপুর,টাঙ্গাইল।
মোবাইল নং- ০১৭১০৫০০৩৫৫
কোন মন্তব্য নেই
if you have any doubt pls sms.